ঢাকাSunday , 16 February 2025
  • অন্যান্য

মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

Link Copied!

 

মোঃ আল-আমিন হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি

মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন।
আজ রবিবার সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।

সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।
রোজিনা আক্তার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।