ঢাকাSaturday , 15 February 2025
  • অন্যান্য

বকশীগঞ্জ ১৮ তারিখে উপজেলায় বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল।

Link Copied!

 

(জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার  দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী  নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার মধ্যবাজারে অবস্থান নিয়ে একটি পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল,
উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আল সাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।