মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় গীতা বিদ্যাপাঠ স্কুলে সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়েছে। এবারের পূজায় স্কুলের শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে সরস্বতী দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পূজা উদযাপনে উপস্থিত ছিলেন গীতা বিদ্যাপাঠ এর উপদেষ্টা বিবেক কিৰ্ত্তুনীয়া, গীতা বিদ্যাপাঠ এর সভাপতি আশীষ কিৰ্ত্তুনীয়া, শিক্ষিকা সাধনা সুতার। পূজা অনুষ্ঠানে গীতা বিদ্যাপাঠ এর শিক্ষার্থীরা সরস্বতী দেবীর প্রতিমার কাছে ফুল, ফল, মিষ্টি ও পুঁথি রেখে তাদের বিদ্যার কল্যাণ কামনা করেন। বিশেষভাবে, শিক্ষার্থীদের হাতে গীতা, কাব্যগ্রন্থ এবং বই প্রদান করা হয়, যা তাদের শিক্ষার প্রতি আরও উৎসাহী করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘোড়ারপাড় সনাতনী যুব সংঘ (GSYA)।সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বাণী অর্চনায় বীনা পানি মাতা সরস্বতী পূজা উদযাপিত হয়।এছাড়াও সার্বজনীন ও ব্যক্তিগত ভাবেও এ পূজা উদযাপন করা হয়। আনন্দ মূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীরা অধিকাংশ সাদা, শুভ্র বস্ত্রে সরস্বতী রূপে সাজ সজ্জা করে পূজা মন্ডপে অংশগ্রহন করে। বিদ্যার জন্য মা সরস্বতীর কাছে তারা প্রার্থনা করে।আগৈলঝাড়া উপজেলায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে রাস্তা-ঘাট, জনপথ অনেকটাই ছিলো মুখরিত। পূজারীদের পদভারে পূজা মন্ডপ আঙ্গিনা ছিলো কানায় কানায় পূর্ণ। আগত পূজারীরা মা সরস্বতীর কাছে প্রর্থনায় ছিলো মগ্ন। অনেকেই সেজেছিলো বর্ণিল সাজে।সরস্বতী পূজাকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলা উত্তর শিহিপাশা পাল পাড়ার মৃৎ শিল্পীরা বহুদিন পূর্ব থেকেই প্রতিমা নির্মানে দিন রাত নির্মান কাজ চালিয়ে আসছিলো। শুধু আগৈলঝাড়া উপজেলায়ই নয় তার পাশ্ববর্তী উপজেলায়ও সরস্বতী প্রতিমা বিক্রয় করে যথেষ্ট উপার্জন করছে বলে জানা যায়।সবকিছু মিলিয়ে আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়।
