মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে অদ্য ইং-২০/০৮/২০২৩ তারিখ বেনাপোল পোর্ট থানা পুলিশ থানা এলাকায় অভিযান করে সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুলফিকার আলী জুলু (৪৫) পিতা-মৃত জাহান আল আউলীয়া, সাং-বালুন্ডা, ইউপি-পুটখালী, থানা- বেনাপোল র্পোট, জেলা-যশোর।
গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ জুলফিকার (৪৫), পিতা-মৃত জাহান আল আউলিয়া, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), ২ । মোঃ শিমলা (২৪), পিতা-মৃ আঃ মান্নান, সাং-ছোট আচঁড়া, ৩। মোঃ ইমারুল শেখ (২১), পিতা-মো শরিফূল ইসলাম, সাং-সাদিপুর মধ্যপাড়া দাউদ মল্লিক এর বাড়ীর পার্শ্বে, ৪ । মোঃ ইমারুল (১৮), পতিা-মো শরফিূল ইসলাম, সাং-সাদপিুর পশ্চিমপাড়া, ৫। মোঃ হাফিজুর রহমান (২৫), পিতা-মোঃ আলাউদ্দিন সাং-সাদিপুর ডালিম এর বাড়ীর পার্শ্বে, ৬। মো তাইজুল ইসলাম, পিতা-মৃত সামাদ শেখ, সাং-৪ নং ঘিবা নারায়নপুর বিশ্বাসপাড়া, ৭। মোঃ জাকির হোসেন, পিতা- মৃত আবুল মোল্লা, সাং-বোয়ালয়িা, সব থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোরগনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
