ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে রোববার (২০ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ থানা চত্বরে ওই অভিযান পরিচালিত হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের সচেতনতার বিকল্প নেই। তাই আমরা থানা চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
