স্টাফ রিপোর্টার:
জাতীয় শোকদিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবমহিলা লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কামালনগর বউবাজারে জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সিমা সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, মীর মোশতাক আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, উপ-সম্পাদক খোকন, সদস্য মাহমুদ আলী সুজন, মাজেদ খান,
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ জুয়েল হাসান,
৮নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, জেলা যুবলীগ নেতা মোস্তফা রায়হান সিদ্দিকী, ইউসুফ রানা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, জেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি বরসা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুনেচ্ছা, সুফিয়া আজম দোলন, সদস্য নুরন্নাহার প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, শোকের মাস আগস্ট বাঙালি জাতির জন্য একটি বিভীষিকাময় ভয়াল সময়। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুরসহ পরিবারের সকলকে। আজ বঙ্গবন্ধু কন্যা সকল শোক শক্তিতে পরিণত করে পিতার রেখে যাওয়া বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার উন্নয়নে ঈর্ষান্বিগ হয়ে ওই পাকিস্তানি প্রেত্মারা গভীর ষড়যন্ত্র করে চলছে চলমান উন্নয়নকে থামিয়ে দিতে। আগামী সংসদ নির্বাচনে সকল অপশক্তি রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।
