ঢাকাSunday , 20 August 2023
  • অন্যান্য

যশোর শার্শায় ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগষ্ট ) সকালে তাকে আটক করা হয়।

আটক বাবু হোসেন শার্শা থানার জিরেনগাছা গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরেনগাছা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বহনকারী বাবুকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও তার প্যান্টের পকেট থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, চিহিৃত সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।