এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মজিবুর রহমান সরদারের পুত্র আল-আমিন সরদার ১৯-৮-২০২৩ তারিখে তার নিজ লিখিত বক্তব্য পেশ করেন। উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সকাল ১০ ঘটিকার সময় সাংবাদিকদের সম্মুখে বসে বক্তব্য পেশ করে আলামিন সরদার জানান দাসের হাট আমার নিজ ব্যবসা কার্যালয়ে গত ৩০-৭-২০২৩ তারিখে আসাদুজ্জামান রমিজ মল্লিক কোন প্রকার গালিগালাজ করেন নাই বা আমাকে হুমকি-ধমকি দেন নাই। স্থানীয় কিছু কুচক্রী মহল সাংবাদিক ভাইদের দিয়ে আসাদুজ্জামান রমিজ মল্লিক এর বিরুদ্ধে অপপ্রচার চালান এ ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো আসাদুজ্জামান রমিজ মল্লিক এর সাথে আমার কোন বিরোধ নাই। আমি নিজেই সাংবাদিক সম্মেলন করিয়া জানাইতেছি যে কয়েকটি আঞ্চলিক পত্রিকায় যে নিউজ এসেছে তা বানোয়াট ও ভিত্তিহীন। থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
