ঢাকাSaturday , 19 August 2023
  • অন্যান্য

পাটকেলঘাটায় চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ!

Link Copied!

 

 

ইমরান শেখ তালা উপজেলা প্রতিনিধি (তালা সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটারর খলিষখালীতে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে ইয়াছিন গাজী (১৭)নামে এক বকাটে কিশোরে বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কিশোর সহ পরিবারের সদস্যরা। ভিক্টম ওই শিশুটি দুদিন সাতক্ষীরা সদর হাসাপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে বলে জানা গেছে।

১৫/০৮/২০২৩ (মঙ্গলবার) বিকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলা খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পিতা জানান, প্রতিবেশি আরিফুল ইসলামের ছেলে ইয়াছিন বুধবার বিকালে তার মেয়েকে মোবাইলে গেম খেলা দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ফেলে তার শিশুকন্যাকে ধর্ষন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।