ঢাকাThursday , 17 August 2023
  • অন্যান্য

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Link Copied!

 

ইবি প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগষ্ট মানবতাবিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, বিএনপি জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২ টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী পদযাত্রা শীর্ষক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

এসময় মিছিলে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মামুন হোসেন, রকিবুল ইসলাম, মামুন অর রশীদ সহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে দলীয় টেন্টে এসে শেষ হয়।

মিছিলশেষে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সংগঠিত ন্যাক্কারজনক সিরিজ বোমা হামলার সাথে যারা জড়িত ছিল এবং যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হামলার ঘটনা ঘটেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।