ঢাকাWednesday , 16 August 2023
  • অন্যান্য

মনোহরদীতে মাছের পোনা অবমুক্তকরণ।

Link Copied!

 

মোঃ আল-আমিন হোসেন
মনোহরদী নরসিংদী

মনোহরদীতে আজ বুধবার ১৬ ই আগস্ট সকাল সারে এগারোটায় খালেরঘাট নামক স্থানে ব্রহ্মপুত্র নদীতে পুনা অভমুক্ত করণ করা হয়। ২০২৩ – ২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তর রাজস্ব বাজেটের আওতায় সরকারি জলাশয় ও প্রতিষ্ঠানে পুকুর ও নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ, এর সফল বাস্তবায়নে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, রুনা আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম। উপজেলা সংলগ্ন নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
আর সুস্থ্য জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আমাদের আমিষের চাহিদার সিংহভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ নদ-নদী, খাল-বিল ও পুকুর জলাশয়ের দেশ। এ সকল পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।