ঢাকাTuesday , 15 August 2023
  • অন্যান্য

নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছ।

মঙ্গলবার (১৫আগষ্ট) বিকেলে বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ক্লবটির আবৃত্তি শিক্ষক ও সাংবাদিক রুনা আমির’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড (বিএম) কলেজ’র ইংরেজি প্রভাষক, সুজন সুশাসনের জন্য নাগরিকে নলছিট’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের আংশগ্রহনে আবৃত্তি, সংগীত ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগষ্টে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।