ঢাকাTuesday , 15 August 2023
  • অন্যান্য

মনোহরদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

 

মোঃআল-আমিন হোসেন
মনোহরদী, নরসিংদী

মনোহরদীতে আওয়ামী লীগের নেতাদের শ্রদ্ধাঞ্জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাইফুল ইসলাম খান ভীরু উপজেলা চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ ফজলুল হক, সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামীলীগ,
বাংলাদেশে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়েছে।এ উপলক্ষে সব সরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।১৯৭৫য়ের এই দিনে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার ঘটনার দীর্ঘসময় পর ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়েছিল।
কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে।এখন ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ১৫ই অগাস্টকে জাতীয় শোক দিবস হিসাবে পুর্নবহাল করল।
অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী থেকে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হাইকোর্টের মৃত্যুদন্ডের রায়ের ব্যাপারে আপীল বিভাগে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়াও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো। দেশের নানা জায়গাও নানারকম কর্মসূচী পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।