ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)
তালা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে তালা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপিতত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা মীর জিল্লুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সহ- সভাপতি গাজী জাহিদুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সদস্য তাপস সরকার,কামরুজ্জামান মিঠু, প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা প্রেসক্লাবে নেতৃবৃন্ধ।
