ঢাকাTuesday , 15 August 2023
  • অন্যান্য

শোক দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

Link Copied!

 

ইবিপ্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফিজুর রহমান রাকিব এর নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সংগঠনের সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, কোষাধ্যক্ষ শাহিন আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান জীম, কার্যনির্বাহী সদস্য সামী আল সাদ আওন, জাহিদ বিন ফিরোজ, মোস্তাক মুর্শেদ ইমন, মংক্যাচিং মারমা, সাকিব আসলাম’সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান।

পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।