ঢাকাFriday , 11 August 2023
  • অন্যান্য

শ্যামনগরের নওয়াবেঁকী গ্রামে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরে রবিউল ইসলাম(২৩) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে তার শোবার ঘর থেকে বাঁশের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায় স্থানীয় বাজারে পিতার সাথে ভাঁজা বিক্রির কাজ করতেন রবিউল। বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে বাইরে না আসায় পরিবারের সদস্যরা ডাকতে যেয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে মতৃদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা রবিউল আত্মহত্যা করেছে বলে দাবি করায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।