ঢাকাFriday , 11 August 2023
  • অন্যান্য

সাতক্ষীরায় আগুনে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শন করলেন নজরুল ইসলাম

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ৩নং ওয়ার্ড আ’লীগের কার্যালয় কাম বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নি সংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

 

বৃহস্পতিবার (১০আগস্ট) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আ.লীগের কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন।এ সময় তিনি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সুপার প্রকৃত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনবেন বলে জানান। ঘটনাস্থল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন-সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন (মাসুম), ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. সামছুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, শেখ আজাদ, ফিংড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা রবিউল ইসলাম, মো. আব্দুল কাদের মোল্যা, সাবেক মেম্বর শফিকুল ইসলাম, গোপাল চন্দ্র মন্ডল, রমজান আলী মোল্যা, মাহবুবর রহমান রনি, অবিনাশ চন্দ্র মন্ডল, বাবলু মুফতি, বাচ্চু রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।