শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৪ জন। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এ সময়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, দেবহাটায় ২ জন ও কলারোয়ায় ২ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৭৪ জন।
বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ২ জন, কালিগঞ্জ ৩ জন, কলারোয়া ৩ জন, শ্যামনগর ২ জন, তালা ১ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
