ডেস্ক রিপোর্ট:
বিগত ২ আগস্ট দিবাগত রাত ১১ টার সময় শ্যামনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দরবন অ্যাপোলো হাসপাতালের মেডিকেল বর্জ্য সালিয়ার কল্যাণপুর খালে ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে অ্যাপোলোর ভাড়া করা ভ্যান।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরজমিনে দেখা যায় কল্যানপুর খালে মেডিকেলের বিভিন্ন ব্যবহৃত জিনিস যেমন ক্যাথেটার ইনঞ্জেকশন ,সিরিঞ্জ, সুজ, ঔষধের শিশির স্যালাইন সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সামগ্রী জোয়ারের পানিতে ভাসতে দেখা যায়। প্রত্যক্ষ সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হলে তারা জানায়, আগস্টের দুই তারিখ বুধবার রাত এগারোটার সময় অ্যাপোলো হাসপাতালের একটি ভ্যানে মেডিকেল বর্জ্য নিয়ে খালে ফেলে দ্রুত পালাতে থাকে কয়েকজন। এলাকার মানুষ বিষয়টি দেখতে পেয়ে তাদের পিছু নেয় এবং পরবর্তীতে তাদের আটকায় মাহবুব রহমান এবং কামরুল হাসান সহ অন্যরা। তাদেরকে আটক করে রাখে কিন্তু ওই ভ্যানচালক জানায় যে অ্যাপোলো হাসপাতালের এমডি শাহজান সিরাজ এর হাত অনেক বড় যদি আপনারা আমাদেরকে আটক করে রাখেন তাহলে আপনারা বিপদে পড়বেন ।এই ভয়ে তারা ভ্যানটি কে ছেড়ে দেয়। এবং পরবর্তীতে জোয়ারের পানিতে ভাসতে থাকা ওইসব মেডিকেল বর্জ্য শিশুরা নিয়ে খেলতে থাকে । যেটি শিশু শরীর ও স্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি হয়েছে। এ বিষয়ে এপোলো হাসপাতালের এম ডি কে ফোন করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
