মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
