শেখ নাজমুল হাসান, স্টার্ফ রিপোর্টার:
শ্যামনগর পৌর সভার মুক্তিযোদ্ধা সড়কটি ছোট-বড় গর্ত থাকায় যানজটে বেহাল দশায় পরিণত হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকার সহশ্রাধিক মানুষ।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক এটি। শ্যামনগর বাস স্টান্ড থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়কটি গোপালপুর পিকনিক কর্ণার রেখে সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে চলে গেছে।
প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্যামনগর হাসপাতালে আসা রোগী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ এ যানজটের কারণে
মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।
মাত্র ৫ মিনিটের পথ অতিক্রম করতে ভুক্তভোগীদের প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
স্থানীয়রা বলছেন,
পৌর সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের সড়কটি দীর্ঘদিন বেশ কিছু জায়গায় খানা খন্দ থাকায় ও প্রচুর যানবহন এ সড়কে নিয়ম মেনে না চলায় প্রতিনিয়ত ব্যপক যানজটে পরিণত হচ্ছে।
তারা আরো বলছেন, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করায় কিন্তু এ যানজটের সৃষ্টি হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় টানা এক সপ্তাহের বৃষ্টিতে পানি জমায় ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে এবং প্রতিনিয়ত সহশ্রাধিক এ সব যানবহনের অনিয়মতান্ত্রিক চলাচলের কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে।
এ সড়কে পাশে রয়েছে ব্যাংক,শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর সরকারি হাসপাতাল এবং কিণ্ডার গার্ডেন, বিভিন্ন ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন। সাধারণ মানুষ এ সব দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ব্যপক যানজটের কারণে কিন্তু মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।
সেজন্য ভুক্ত ভোগী সাধারণ মানুষ বিষয়টি দ্রূত গুরুত্ব সহকারে দেখার জন্য উদ্ধাতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
