শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগর নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর বাজারের প্রবেশ পথে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হয় জনসাধারণ, বাজারের ক্রেতা-বিক্রেতারা, স্কুলগামী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও বাজারের এই গুরুত্বপূর্ণ প্রবেশ পথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের সামনের সড়কের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও রাস্তায় উঁচু-নিচু খানা খন্দকের কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিবছর এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না।
বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন, প্রতি বছর হালকা বৃষ্টি হলেই আমাদের স্কুলের প্রবেশ করার মূল গেট এর সামনের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের চলাচলে খুব সমস্যা হয়। অনেক বন্ধুরা সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হয়। আমরা এ জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ চাই।
নবম শ্রেনীর আরেকজন ছাত্র বলেন, এই রাস্তাটি আমাদের স্কুলে এর মূল প্রবেশ গেটের সামনে। বৃষ্টির সময় যখন আমরা স্কুলে এর ভিত্তরে প্রবেশ করি ও স্কুলে থেকে বের হই তখন আমাদের প্যান্ট হাটু পর্যন্ত ভিজে যায়। অনেক শিক্ষার্থী পানিতে পড়ে ভিজে যায়। নোংরা পানিতে আমাদের পায়ে চুলকায়। আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ চাই।
সাধারণ এক পথচারী বলেন, নকিপুর বাজারে প্রবেশের এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আমি নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করি। কিন্তু হালকা বৃষ্টি হলে এই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাটু পর্যন্ত পানি জমে থাকে। তখন খালে পরিণত হয়।
তিনি আরো বলেন, রাস্তাটা দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে যাচ্ছে। আমি চাই জলাবদ্ধতা নিরসনের জন্য যাহাতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে রাস্তাটি চালাচলে উপযোগী করে তুলতে পারে।
এ বিষয়ে শ্যামনগরের সচেতন মহল সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
