ঢাকাMonday , 7 August 2023
  • অন্যান্য

বকশীগঞ্জ থানার পুলিশ কনস্টেবলকে সহকর্মীদের বিদায় সংবর্ধনা

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ থানা থেকে বিদায় নিলেন কনস্টেবল দুলাল মিয়া।
দীর্ঘ প্রায় ২৭ বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেছেন দুলাল মিয়া। তিনি শারীরিক সমস্যার জন্য অবসর নেন। তাঁর অবসর নেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ। সুসজ্জিত গাড়িতে করে সোমবার (৭ আগষ্ট) দুপুরে তাঁকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কনস্টেবল দুলাল মিয়ার গ্রামের বাড়ি কুরিগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়।
এর আগে থানা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে ফুলের বিদায় জানানো হয়।

এসময় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা।

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল দুলাল মিয়া বলেন, পুলিশের চাকরিতে কনস্টেবলের অবসর খুব সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু তাঁর বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি তাঁর জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় দেওয়া হবে—এটা তিনি ভাবেননি। গ্রামের মানুষও খুব খুশি। এ জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।