ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)
তালায় সাপের কামড়ে রাম প্রসাদ হরি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের নিমাই হরির পুত্র এবং কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্য ও তালা বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরাম ছিলেন।
শনিবার রাতে ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষধর সাপ দংশন করে। রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাম প্রসাদ। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রাম প্রসাদ ছিল সকলের ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে উপজেলা পানি কমিটি,মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার কর্তৃপক্ষ, পাঠক ফোরাম, যুব পানি কমিটিসহ বিভিন্ন স্তুরের লোক শোক জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
