শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার (৬ আগস্ট) গণভবনে তাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী। তিনি সবার কথা শুনবেন এবং আগামী নির্বাচন উপলক্ষে দিক-নির্দেশনা দেবেন বলেও জানা গেছে।
এদিকে তৃণমূলের এই সভাকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, দলীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ ইতোমধ্যে ঢাকায় পৌছে গেছেন। সভায় সাতক্ষীরা জেলা থেকে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য ডা. আ. ফ. ম. রুহুল হক-এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দলীয় অপর দু’জন সংসদ সদস্য, ৭টি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ। যদিও নির্বাচিত জেলা ও উপজেলা চেয়ারম্যানদের প্রায় সকলেই দলের জেলা বা উপজেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
