ঢাকাMonday , 7 August 2023
  • অন্যান্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাতক্ষীরার নেতারা ঢাকায়

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার (৬ আগস্ট) গণভবনে তাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী। তিনি সবার কথা শুনবেন এবং আগামী নির্বাচন উপলক্ষে দিক-নির্দেশনা দেবেন বলেও জানা গেছে।
এদিকে তৃণমূলের এই সভাকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, দলীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ ইতোমধ্যে ঢাকায় পৌছে গেছেন। সভায় সাতক্ষীরা জেলা থেকে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য ডা. আ. ফ. ম. রুহুল হক-এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দলীয় অপর দু’জন সংসদ সদস্য, ৭টি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ। যদিও নির্বাচিত জেলা ও উপজেলা চেয়ারম্যানদের প্রায় সকলেই দলের জেলা বা উপজেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।