রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে সদস্য পদে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন অফিস সূত্র জানায়, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর আগেই দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়াইল ইউনিয়নে মোট ১৩ হাজার ৪১৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৭৫৯ জন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আনিছার রহমান জানান, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
