আমার নজরুল
শ্রাবণী রাণী সরকার
আমার চেতনার বাতিঘরে নজরুল
সকল শিরায় -উপশিরায় বিদ্রোহী কবিতার তান্ডব
আমার ভেতরের ঘরখানা পুড়ে তছনছ
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এ চেতনার কলম।
আপোষ নয় কো, চাই অস্ত্র
রাহুর গ্রাসে লন্ড ভন্ড, ক্ষত-বিক্ষত
তবু আকুতি নয়,বাঁচবো নিজের বলে
অগ্নিবীণার সুরের বাঁশি, ঐ যে বাজায় সে
এবার রুখবে আমায় কে?
নিপীড়িত নির্মম এদেশে
চারিদিকে কেবল অত্যাচারের ক্রন্দন-রোল
জাতির আত্ননাদ,করে চিৎকার, করে বিদ্রোহ।
জাগো, জাগো বাঙালি
ঊর্ধ্ব – নিশ্বাসে দৌড়ে অতিক্রম কর, পাহাড় সম শতেক বাধা।
ভেঙে ফেলো ঐ বিভেদের দেয়াল
চুপ থেকো না, আর পিছু হটো না
বুকে তেজ, হাতে রাইফেল, কন্ঠে প্রতিবাদ, মাঠে নামো এবার।
কাঁধে কাঁধ রেখে উড়াও সাম্যের নিশান
প্রেমের পতাকা তলে আজ নেই কোন বাঁধন
প্রেমের সমুদ্র মন্থন শেষে, মিশেছি একই মিছিলে।
দ্রোহ -প্রেম-সাম্য আজ মিলেমিশে একাকার
তোমাদের শুনাইবো আজ আমার নজরুলের চেতনার গান।
