এস কে অজিবর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় কোহিনূর বেগম(২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(৭ মার্চ) দুপুর ২টার দিকে কলারোয়ার যুগিখালী ইউনিয়নের পাচনল সরকার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগম একই এলাকার মাসুদ সরদারের স্ত্রী। তার ফাতেমা নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে যুগিখালী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হাসান জানান, ছে সকাল থেকে ডাকাডাকি করে ওই গৃহবধূর কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন তার ঘরের ভেতর থেকে তালাবদ্ধ থাকতে দেখেন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার লাশ ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সবাই পলাতক রয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
