অমর একুশ
জাকিয়া সুলতানা জয়া
“একুশ” শুধু সংখ্যা নয়,
“একুশ” মানে,
তোমার আমার মুখের ভাষা।
“একুশ ” মানে,
মনের নির্বাক শব্দের ছন্দ মালা।
“একুশ” মানে,
এক ছেলে হারা মায়ের আর্তনাদ।
“একুশ” মানে,
রক্তের বন্যায় ছেয়ে যাওয়া পথ ঘাট।
“একুশ ” মানে,
ঐ ফুটে ওঠা হৃদয়ে লাল কৃষ্ণচূড়া।
“একুশ” মানে,
তোমার আমার নিরন্তর কথা বলা।
“একুশ ” মানে,
বাংলার দামাল সন্তানেরা।
“একুশ ” মানে
সাহসী, নির্ভীকতা।
“একুশ” মানে
রক্তে রঞ্জিত রাজপথ।
“একুশ ” মানে
আমাদের বাংলা ভাষার শপথ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
