ঢাকাSaturday , 11 February 2023
  • অন্যান্য

কালাইয়ে রাস্তা পারা পারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী মৃত্যু।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাটঃ ১০ ফেব্রুয়ারি, ২৩

জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তা পারা পারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজীপাড়া মোড় এলাকার নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার আহম্মেবাদ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পায়ে হেঁটে কালাই পৌর শহরে ছেলে শামীম মাস্টারের ভাড়া বাসায় যাচ্ছিলেন নজরুল ইসলাম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে, মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার জন্য নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।