এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার
বরিশাল জেলার গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু ভর্তি বাল্কহেডের সাথে সংঘর্ষে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া ট্রলার যাত্রী নান্নু বেপারী (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নান্নু বেপারী গৌরনদী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, গৌরনদী উপজেলার হোসনাবাদ খেয়াঘাট থেকে রবিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে সাহেবের চর খেয়াঘাটে যাচ্ছিলো একটি যাত্রীবাহী ট্রলার। পথিমধ্যে বালু ভর্তি বাল্কহেডের সাথে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারে থাকা বৃদ্ধ নান্নু বেপারী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সোমবার বেলা এগারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
