ঢাকাMonday , 30 January 2023
  • অন্যান্য

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামীম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার ২৯ জানুয়ারী দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কের গাজীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া পর্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গোঁয়ালেরচর ইউনিয়ন মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া জানান, লাউচাপরা থেকে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ বাজারে আসতে ছিল শামীম মিয়া। এসময় গাজীরবাজার এলাকায় আরিফের রড সিমেন্টের দোকানের সামনে একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে গাছের সাথে সংর্ঘষে গুরুত্বর আহত হয়।
স্থানীয়’রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায় ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।