ঢাকাSunday , 29 January 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে গাছ থেকে পরে গিয়ে শ্রমিকের মৃত্যু।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রহিম (৩৮)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনাটি ঘটে আয়মারসুলপুর ইউনিয়নে
রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার শালপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় সে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, শালপাড়া বাজারে শ্রমিক আব্দুর রহিম একটি গাছে (ইউক্যালিপ্টাস ) উঠে গাছ কাটার কাজ করছিল। হঠাৎ অসাবধানতা বসতঃ সে গাছ থেকে পরে গিয়ে মারাত্বক আহত হয়। এসময় স্থানীরা দ্রুত তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয় । এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।