ঢাকাThursday , 26 January 2023
  • অন্যান্য

উলিপুরে স্ত্রীর সাথে ঝগড়া স্বামীর আকস্মিক মৃত্যু।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি ,কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নিজাই খামার গ্রামে স্ত্রীর সাথে ঝগড়া করতে স্বামীর আকষ্মিক মৃত্যু হয়, ঘটনাটি আজ ২৬/০১/২০২৩ ইং সকাল আনুমানিক ১০.৪৫ মিনিটে ঘটে।
এলাকাবাসী জানান নিজাইখামার গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে গোলজার আলী (৭০)ও তার স্ত্রী সাহেদা বেগম (৬২) সকালে কাজ করতে মাঠে যান, বেলা ৯ঃ৫০ মিনিটে স্বামী গোলজার আলী বাড়ির ভাত খাওয়ার জন্য আসেন এসময় তার স্ত্রী সাহেদা বেগম বাসায় না থাকার কারণে স্বামী গোলজার আলী তার স্ত্রীকে চিৎকার করে ডাকতে থাকেন কিন্তু স্ত্রী সাহেদা বেগম ডাক চিৎকার না শোনায় স্বামী গোলজার আলী রেগে যান, একপর্যায়ে স্ত্রী সাহেদা বেগম ও স্বামী গোলজার আলীর কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির মধ্যে স্বামী গোলজার আলী অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়,
এলাকার লোকজন তাৎক্ষণিক ভাবে গ্রাম্য ডাক্তার নিয়ে এসে চিকিৎসা দেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

গোলজার আলীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নিজাই খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মারা যায়।

ঘটনাটি জানাজানি হলে উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোলজার আলীর মরাদেহ থানায় নিয়ে আসে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।

পুলিশ পরিদর্শক তদন্ত রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি আমরা শুনেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।