ঢাকাWednesday , 25 January 2023
  • অন্যান্য

জয়পুরহাটে কারাগারে মাদক মামলার হাজতীর মৃত্যু।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কারাগারে মাদক মামলার হাজতী আব্দুল মোমিন (২৭) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) গভীর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকৎসক মৃত ঘোষনা করেন। ২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাট কারাগারের জেলার কামরুল ইসলাম মোমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল মাদক মামলায় জয়পুরহাট থানার মামলার আসামী পৌর এলাকার ধানমন্ডি মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুল সোমিন (২৭) জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ২৪ জানুয়ারী গভীর রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা মজিবর রহমান বলেন, তার ছেলে মাদক আসক্ত ছিলো। বিভিন্ন নেশা সেবন করত এ কারণে মোমিনের মা মোমেনা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলাই প্রায় ৮ মাস থেকে জেল হাজতে ছিলো। হটাৎ সকালে জেল থেকে মোবাইলে খবর দেয় মোমিনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।