ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

Link Copied!

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মোঃ আজিম মোড়ল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

আজিম মোড়ল একই গ্রামের আব্দুল আলিম মোড়লের তিন ছেলের মধ্যে সবার ছোট।

শিশু আজিম মোড়লের চাচা আবু বক্কার মিলু জানান, বাড়ির উঠানে খেলা করতে গিয়ে আজিমের শরীরে কাঁদা লেগে যায়। গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকায় তাকে তার মা পাশের পুকুরে যেয়ে শরীরের কাঁদা ধুয়ে আসতে বলে। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরবর্তীতে পুকুরে তল্লাশী করে তলিয়ে যাওয়া আজিমের নিথর দেহ উদ্ধার করা হয়। বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।