ঢাকাSaturday , 21 January 2023
  • অন্যান্য

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে ট্রা‌কের চাপায় সান‌জিদা নামে শিশুর মৃত‌্যু।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বা‌লিয়াকা‌ন্দি‌ উপজেলার নবাবপু‌রে দ্রুত গ‌তির এক‌টি ইট ভাটার মা‌টি টানা ট্রা‌কের চাপায় সান‌জিদা (৪) না‌মে এক শিশুর মৃত্য হ‌য়ে‌ছে।
ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক নাঈম‌কে আটক ক‌রে পু‌লি‌শের দি‌য়ে‌ছে স্থানীয়রা।

শ‌নিবার ( ২১) জানুয়ারী বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে নবাবপু‌রের বক‌শিয়া বাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে।
শিশু সান‌জিদা বক‌শিয়‌া বাড়ী গ্রা‌মের মোঃ বাবুর মিয়ার মে‌য়ে।

নাম প্রকা‌শে অ‌নই‌চ্ছিুক এক ব‌্যক্তি জানান, প্রতি‌টি গ্রামীন সড়ক এখন ইটভাটার মা‌টির ট্রাকের দখ‌লে। এবং বেপড়োয়া গ‌তি‌তে এসব ট্রাক চলাচল করায় প্রায়ই ঘট‌ছে ছোট বড় দূর্ঘটনা। তাছাড়া ভাটার মা‌টি ট্রাক চলাচ‌লে যেমন ক্ষ‌তিগ্রস্থ হ‌চ্ছে সড়ক, ‌তে‌মনি ধুলা-বা‌লি‌তে ক্ষ‌তিগ্রস্থ হ‌চ্ছে সড়‌কের পা‌শে থাকা বাড়ী-ঘর, ব‌্যবসা প্রতিষ্ঠান ও গাছ পালা। অন‌্য দি‌কে উজার হ‌চ্ছে কৃ‌ষি জ‌মির মা‌টি।

নবাবপুর ইউ‌নিয়ন প‌রিষদ চেয়া‌রমান বাদশা আলমগীর জানান, বক‌শিয়া বাড়ী থে‌কে ওই ট্রাক‌টি মা‌টি নি‌য়ে কালুখালীর ‌কোন ইটভাটায় যাচ্ছিল। বাবুর বাড়ীর সাম‌নেই তার শিশু মে‌য়ে ট্রাক চাপায় আহত হয়। মে‌য়ে‌টি‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেবার প‌থে আনন্দ বাজার এলাকায় গি‌য়ে মারা যায়। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রা‌কের চালকে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে। গ্রা‌মের ম‌ধ্যে দি‌য়ে বেপড়য়া গ‌তি‌তে চলার কার‌ণে এই দূর্ঘটনা ঘ‌টে‌ছে।

বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার র‌ফিকুল ইসলাম জানান, এখন থে‌কে নিয়ম‌তি ইটভাটার মা‌টি টানার ট্রাক গু‌লোর বিরু‌দ্ধে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হ‌বে। এই ট্রা‌কের বে‌শির ভাগই অ‌বৈধ।

বা‌লিয়াকা‌ন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি আসাদুজ্জামান ট্রাক চাপায় শিশুর মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।