ঢাকাFriday , 20 January 2023
  • অন্যান্য

অপরিষ্কার ওঅপরিছন্ন ভাবে তৈরি হচ্ছ খাবার।

জি,এম, বাহার-
January 20, 2023 12:26 pm
Link Copied!

জি,এম, বাহার-

রাজধানী মিরপুরের বিভিন্ন আবাসিক এলাকায় অজস্র ছোটখাট মিস্টি ও বেকারীর কারখানা গড়ে উঠেছে,যা বেশির ভাগই অবৈধ।অনুমোদনহীন সরজমিনে গিয়ে দেখা যায়,নোংরা ও অপি স্কার বিভিন্ন ধরনের উপাদান ফেলে রাখা হয়েছে, যার উপর মশা মাছি বসছে,নোংরা ফ্লরে আটা,ময়দা ফেলে পা দিয়ে মারওয়ে তা দিয়ে তৈরী করছে বিভিন্ন ধরনের রুটি ও বিস্কুট। যা খাদ্য আইনে নিষিদ্ব। মিস্টির কারখানায় ছানার পরিবের্ত আটা দিয়ে তৈরি হচ্ছে মিস্টি।কোন আবাসিক এলাকায় কারখানার অনুমোদন না থাকলেও কোন এক অদৃস শক্তির বলে এ সব কারখানার মালিকগন দেদরসে ব্যাবসা চালিয়ে যাচ্ছে। খাদ্যে ভেজাল দেয়া একটা মারত্নক অপরাধ হলেও এ সব ভেজাল খাদ্যে বাজার সয়লাফ হয়ে আছে। যা খেয়ে আমরা সকলেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। মাঝে মধ্যে ভ্রমমান আদালধ অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও পুনরায় আবার তা আগের মতোই চলতে থাকে। তাই সাধারন মানুষের দাবী অচিরেই এ সব কারখানার বিরুদ্ধে ব্যাবস্হা নেয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।