ঢাকাThursday , 19 January 2023
  • অন্যান্য

জয়পুরহাটে অবৈধ ইট ভাটায় ম্যাজিস্ট্রেট এর অভিযান ১ লক্ষ টাকা জরিমানা।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
(পাঁচবিবি)জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার শালপাড়া হারুন এন্ড ব্রিকস ভাটায় জেলা প্রশাসনের অভিযানে এক লাখ টাকা জরিমানা ও নষ্ট করে দেওয়া হয়েছে অবৈধ ইট ভাটা।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, ফায়ার সার্ভিস ও ডিফেন্সের জয়পুরহাট সাব অফিসার কৃষ্ণ তলা পাত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসাইন বলেন, জেলায় বেশ কেছু ইট ভাটা অবৈধভাবে পরিচালনা করছে ইট ভাটা মালিকরা। ফলে আজ বৃহস্পতিবার সদর উপজেলার হারুন এন্ড ব্রিকস ভাটায় অভিযান চালানো হয়। এসময় এট ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার ইটগুলো নষ্ট করে দেয়। তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।