ঢাকাWednesday , 18 January 2023
  • অন্যান্য

আমেরিকা প্রবাসী মা ও মেয়ে সড়ক দূর্ঘটনার নিহত।

Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ আহাদ তালুকদার

বরিশাল- ঢাকা মহা সড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে দুই জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে। নাম জাহানারা বেগম(৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে।
তারা আমেরিকা প্রবাসী। গত তিন মাস আগে বাড়ি আসেন।
নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।

নিহত জাহানারা বেগমের বড় ভাই আশ্রাফ আলী খান(৭৫) জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বাসা থেকে একটি এম্বুলেন্স ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মা ও মেয়ে ছাড়াও সাথে তার ভাইর এক বন্ধু ছিল। তিনিও ঘটনাস্থলে মারা গেছেন।
এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
গ্রামের বাড়ি বাউফলে তিনি ছাড়া আর কেউ নেই।অন্যরা ঢাকায় অবস্থান করছেন।
এ ঘটনার পর তিনি মানষিক ভাবে ভেঙ্গে পরেছেন।শোকে মাতম করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।