এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল লখারমাটিয়া গ্রামের সন্তান মাসুদ রানা (পান্নু) দৈনিক নবচেতনা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।মাসুদ রানার বন্ধু মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোগী ও স্বজনদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে শরীয়তপুরের জাজিরার নওডোবা এলাকায় এলপি গ্যাসভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মাসুদ রানা সহ ৬ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক বলেন, ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
