ঢাকাTuesday , 17 January 2023
  • অন্যান্য

ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে শরীয়তপুরের জাজিরায় সাংবাদিক মাসুদ রানা সহ ৬ জনের মৃত্যু,,

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল লখারমাটিয়া গ্রামের সন্তান মাসুদ রানা (পান্নু) দৈনিক নবচেতনা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।মাসুদ রানার বন্ধু মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোগী ও স্বজনদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে শরীয়তপুরের জাজিরার নওডোবা এলাকায় এলপি গ্যাসভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মাসুদ রানা সহ ৬ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক বলেন, ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।