ঢাকাTuesday , 17 January 2023
  • অন্যান্য

বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে চার জন আহত টাঙ্গাইল ঘাটাইল।

Link Copied!

 

বিপ্লব হোসেন (টাঙ্গাইল )জেলা প্রতিনিধ :

ঘাটাইলে বিএনপির
বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে চার জন আহত
হওয়ার দাবি করেছে দলটির নেতাকর্মীরা। তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঘাটাইল উপজেলা বিএনপি। বিএনপির নেতাদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের চার নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন বলেন, তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিকদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। মিছিলটি ঘাটাইল কলেজমোড় এলাকায় পৌঁছলে মিছিলের পেছন থেকে এলোপাতারি লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের চার নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি জানান।

আহতরা হলেন- পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু, দেওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল রানা, সাগরদিঘি ইউনয়িন যুবদলের সদস্য সচিব মুশফিকুর রহিম প্রিন্স ও পৌর ছাত্রদলের আহবায়ক বিজয় হাসান।

মিছিল শেষে কলেজমোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

ঘাটাইল থানার উপপরিদর্শক পলাশ আহমেদ বলেন, কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি। বিএনপির নেতাকর্মীরা উপজেলার ভেতরে একত্রিত হওয়ার চেষ্টা করছিল। ওয়ার্কিং ডে থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।