উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেতের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়েছে বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমে। টিকটক, ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায় এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়।
তার মৃত্যুর গুজবে তার লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তাগ্রস্ত। তাই ঘটনার সত্যতা জানতে হানিফ সংকেতের সঙ্গে যোগাযোগ করেছে দৈনিক ইত্তেফাক।
তিনি বলেন, ‘এটি গুজব। আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়-স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
