ঢাকাFriday , 13 January 2023
  • অন্যান্য

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

❣️হারানো মায়ের কোল❣️

শাহানাজ পারভীন

মাগো আমি ছোট্ট কালে থাকতাম যখন,,
তোমার ঐ কোলে,,,।
হাসি খুশিতে মেতে উঠতাম,,
নানান মজার ছলে😊

মাগো আমি হাটতাম যখন,,
তোমার হাতটি ধরে।

পরে গিয়ে একটু কাঁদলেই,,
মিষ্টি করে চুমু দিয়ে 🫠
নিতে আমায় কোলে।

মাগো আমি বড় হয়ে,,
উঠলাম বেড়ে যখন।
তুমি আমায় একা হাতে,,
ছেড়ে দিলে তখন।🥲

মাগো আমি হাঁটলাম যখন,,
একাকী এই ভুবনে,,
টাকা ছাড়া ভালোবাসা,,
মিললো না মোর জীবনে💔

পথে পথে ঘুরি মাগো,,
একটু সুখের লাগি
যার দুয়ারে যাই আমি,,
সেই মারে লাথি 😢

(সংক্ষিপ্ত) ছড়া কবি……

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।