ঢাকাFriday , 13 January 2023
  • অন্যান্য

যশোরে মণিরামপুরে পিকআপের ধাক্কায় নসিমন চালক নিহত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় আলমগীর শেখ (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর-চুকনগর মহাসড়কের চালকিডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আলমগীর শেখ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংঙ্গা গ্রামের নুরুল শেখ এর ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর থেকে বিচলী বোঝাই ইঞ্জিন চালিত নসিমনে বাড়ি ফিরছিলেন আলমগীর। পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌঁছালে পেছন থেকে মাছ বাহি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে নসিমন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে নসিমন দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর। পরে নিহতের মণিরামপুর হাসপাতালে ও দুর্ঘটনা কবলিত নসিমন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।