ঢাকাWednesday , 25 May 2022
  • অন্যান্য

ইবিতে বায়োমেডিকেল বিভাগ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Link Copied!

খলিলুর রহমান – ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্তঃবিভাগ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২০১৯-২০ শিক্ষাবর্ষ ২০১৭-১৮ শিক্ষাবর্ষকে টাইব্রেকার এর মাধ্যমে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে। উক্ত খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খাইরুল ইসলাম। এ ছাড়াও বিভাগের ছাত্র-ছাত্রী’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন। উক্ত টুর্ণামেন্টকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন উক্ত বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম এবং তিনি পুরো টুর্ণামেন্টে চমৎকার খেলা দেখিয়ে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল অর্জন করেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ কর্তৃক আয়োজিত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আন্তঃবিভাগ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।