ঢাকাFriday , 6 January 2023
  • অন্যান্য

আগৈলঝাড়া রাজিহারে তীব্র শৈত্যপ্রবাহে একজনের মৃত্যু।

admin
January 6, 2023 4:34 pm
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ আহাদ তালুকদার

বরিশালের আগৈলঝাড়ায় চলমান তীব্র শৈত্যপ্রবাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চলাইরপাড় গ্রামের মৃত কৃষ্ণকান্ত রায়ের ছেলে কিরণ রায় (৩৫) মারা যায়।

মৃত কিরণের মা রামমালা রায় জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনকনে শীতের মধ্যে ক্ষেতে ইরি ধান রোপন করেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে কিরণ।

বৃহস্পতিবার সকালে কিরণ রায়কে উপজেলা হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কিরণ রায় মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।