ঢাকাTuesday , 3 January 2023
  • অন্যান্য

ট্রাক চাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু ।

Link Copied!

 

বিপ্লব হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌর এলাকায় ট্রাক চাপায় মো. সোহাগ (২৭) নামের এক বাক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পৌর শহরের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ এলাকার আসাদ মিয়া ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানাযায়, ভ্যানে করে সোহাগসহ পাঁচজন কাজে যাচ্ছিলেন। পশ্চিম পাড়া শাপলা শিশু পার্কের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। অন্যরা সবাই আহত হন।
ঘাটাইল থানার এসআই মো. হাফিজ জানান, লাশের সুরুতহাল করা হচ্ছে। আইনী প্রকিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।