ঢাকাMonday , 2 January 2023
  • অন্যান্য

যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম মিঠু (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার(২ জানুয়ারি) দুপুরে যশোর- সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খায়।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন বলে জানা যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।