মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
“মহান বিজয় দিবস” ২০২২ ।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না………
প্রিয় পাঠক আপনাদের জানাই বিজয় দিবসের সাদর সম্ভাষণা ।
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা তারাকুল গ্রামে ২৪-২৫ তারিখ রোজ: শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী “মহান বিজয় দিবস” উপলক্ষে তারাকুল তরুণ ক্লাবের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানটি ২৪/১২/২০২২তারিখ সকাল আটটা হইতে আরম্ভ করা হয় । এবং ২৫/১২/২০২২তারিখ রাত নয়টার সময় সমাপ্ত ঘোষণা করা হয় ।
আয়োজনে সহযোগিতায় তারাকুল তরুণ ক্লাবের সদস্য বিন্দু ও তারাকুল গ্রামবাসী সকলে মিলে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন । পরিচালনায় ছিলেন:মোঃ আব্দুল গোফ্ফার আকন্দ , মোঃ ফিরোজ মোল্লা এবং মোঃ কিবরিয়া(মাষ্টার)। সৌজন্যে:তারাকুল গ্রামবাসী।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকল কিছু মিলে প্রায় ৪০ টি বিনোদনের ব্যবস্থা করেন ।
তাদের আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন ২৪/১২/২০২২তারিখ সকাল আটটার সময় কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ।
তাদের বিনোদনমূলক কার্যক্রম তালিকায় তুলে ধরা হলো:কোরআন তেলাওয়াত,পতাকা উত্তোলন ,শহীদ মিনার তৈরি , দৌড় প্রতিযোগিতা,অংক দৌড় প্রতিযোগিতা,হাই জাম্প, লং জাম্প,দড়ি খেলা,বধুর কপালে টিপ,নাচ গান, কবিতা আবৃত্তি, নাটক কৌতুক,ইত্যাদি সহ প্রায় ৪০টি খেলার আয়োজন করেন। ২৫/১২/২০২২তারিখে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শেষ করেন ।
তারাকুল তরুণ ক্লাবের সদস্য মোঃ ইউনুছ আলী বলেন, আমরা প্রতিবছর এইভাবেই আমাদের স্বাধীন দেশের বিজয় দিবস এই ভাবেই আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করবো । এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করবো ইনশাআল্লাহ ।
গ্রামবাসীদের বক্তব্য ,আমাদের সন্তানরা যে ভাবে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে ঠিক এইভাবেই যেনো তারা প্রতিবছর এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারে । আর আমাদের মাঝে নতুন নতুন দিন গুলো উপহার প্রদান করতে পারে ।
